1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাদা গন্ডার বাঁচাতে ভ্রুণ সংরক্ষণ

৬ মে ২০২৪

সংরক্ষিত পুরুষ গন্ডারের বীর্য ও নারী গন্ডারের ডিমকোষ মিলিত করে ল্যাবে তৈরি ভ্রুণ থেকে বিরল প্রজাতির নর্দার্ন হোয়াইট রাইনো টিকিয়ে রাখার চেষ্টা চলছে৷ এই মুহূর্তে পৃথিবীতে এ প্রজাতির মাত্র দু’টি গন্ডার বেঁচে আছে, দু’টোই নারী৷

https://p.dw.com/p/4fXik